1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০২:০০ পিএম স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ
ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে স্ত্রী খাতিজা বেগমকে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলাম মিঠুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মাইদুল ইসলাম মিঠু গাইবান্ধা জেলার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।  

জানা যায়, ২০০৬ সালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলাহার গ্রামের আব্দুর রেজ্জাক এর কন্যা খাতিজার সাথে বিবাহ বন্ধণে আবদ্ধ হয় মিঠু। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে মিঠু খাতিজাকে মারধোর ও নির্যাতন করতো। এরমধ্যেই তাদের এক ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করে। তবুও তাদের মধে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কিছুদিন পর আবারও গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নতুন করে তাদের বিবাহ দেয়া হয়। বিবাহের পর থেকেই মিঠু মিয়া তাঁর শ^শুর বাড়িতে ঘর জামাই থাকতো। বদমেজাজী মিঠু কিছু দিন যেতে না যেতেই স্ত্রীর উপর আবারও নির্যাতন শুরু করে। 

গত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারী রাতে স্বামী মাইদুল ইসলাম ওরফে মিঠু খাতিজাকে নির্মমভাবে নির্যাতন করে এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে পালিয়ে যায়। পরদিন পরিবারের লোকজন বিছানায় খাতিজার মৃতদেহ দেখতে পায়। পরে খাতিজার বাবা  মো. আব্দুর রেজ্জাক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলার একমাত্র আসামী মাইদুল ইসলাম মিঠু মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। দীর্ঘ শুনানী ও স্বাক্ষী প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner