1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

৬৪৩ ভোট পেয়ে জামানত হারালেন নৌকা প্রতীকের প্রার্থী!

রানীশংকৈল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১২:২৬ পিএম ৬৪৩ ভোট পেয়ে জামানত হারালেন নৌকা প্রতীকের প্রার্থী!
ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ চলমান ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে জেলার পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে গত রোববার ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে জামানত হারিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের পীরগঞ্জ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী অরুণ কুমার রায়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী, নির্বাচনে প্রদত্ত ভোটের এক–অষ্টমাংশ অপেক্ষা কম ভোট পেলে প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। উপজেলার ৬নং পীরগঞ্জ (ইউপি) নির্বাচনে ইউপি আ'লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অরুন কুমার রায়  এক-অষ্টমাংশ ভোট পাননি। তাই তিনি জামানত হারাচ্ছেন।

তাকে নির্বাচনে পরাজিত করে  স্বতন্ত্র প্রার্থী মো. মোখলেসুর রহমান চৌধুরী (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. মাহাবুব আলম আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৭৭ ভোট। স্বতন্ত্র প্রর্থী ফজলুল হক চশমা প্রতীকে ৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আর পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুন কুমার রায় নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৬৪৩ ভোট।

এ বিষয়ে পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার রায় মুঠোফোনে বলেন, দলীয় নেতাকর্মীরা সেভাবে সহযোগিতা না করায় নির্বাচনে ভরাডুবি হয়েছে। তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নির্বাচনে যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ কোনো প্রার্থী না পেলে প্রার্থিতার সঙ্গে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে ক্ষেত্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জামানত হারিয়েছেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner