1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ড, তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৯:৫৪ পিএম গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ড, তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে
ছবিঃ আগামী নিউজ

গাজীপুর: মহানগরের কোনাবাড়ী (জরুন) এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তিন ঘন্টা পর দুপুর আড়াইটায় আগুণ নিয়ন্ত্রণে আসে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশাররফ হোসেন আগুণ নিয়ন্ত্রনের সত্যতা নিশ্চিত করেছেন।

কারখানার নিরাপত্তাকর্মী বিপ্লব ও কাজল বলেন, বেলা আনুমানিক সাড়ে ১১ টায় নিচতলার গোডাউনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। নিচতলায় আগুন লাগার খবর পেয়ে শ্রমিকেরা দৌড়ে বের হয়ে নিরাপদে অবস্থান নেয়। এখন আগুন আরও বেড়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুণ নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা কাজ করছে। খবর পেয়ে প্রথমে কাশিমপুর এলাকার ডিবিএল’র ফায়ার সার্ভিস কর্মীরা আগুণ নিয়ন্ত্রনে কাজ শুরু করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস থেকে ৩টি এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট দুপুর সাড়ে ১২ টায় আগুণ নিয়ন্ত্রনে অংশ নেয়। তাৎক্ষনিক আগুণ লাগার কারণ নির্ণয় করার যায়নি। হতাহতের ঘটনা ঘটছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ কারণ নিশ্চিত হওয়া যাবে।

আগামীনিউজ/এসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner