1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রীপুরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বনবিভাগ

গাজীপুর প্রতিনিধি  প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৮:২৫ পিএম শ্রীপুরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বনবিভাগ
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শ্রীপুর উপজেলার তেলীহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণাধীন চারটি বসতঘর ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছে সাতখামাইর বনবিট কর্মকর্তা ও তার সহযোগী বনপ্রহরীরা।

মঙ্গলবার সকালে উপজেলার টেপিরবাড়ী (ছাতির বাজার) এলাকার মোঃ রফিকুল ইসলাম, রুহুল আমিন, শুকুর আলী ও ইসমাইল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে বন বিভাগের জমিতে গড়ে তোলা চারটি বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বন বিভাগের লোকজন। সংরক্ষিত বন ভূমির (সি.এস দাগ নং- ৫৩) এর জবর দখলকৃত জমি উদ্ধার করা হয়।

সাতখামাইর বিট কর্মকর্তা মোঃ নোয়াব হোসেন সিকদারের নেতৃত্বে বনপ্রহরী শেখ শহিদুল ইসলাম, নুর মোহাম্মদ সরকার, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মাসুম সহ স্টাফদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা নোয়াব হোসেন সিকদার জানান, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করা হচ্ছিলো। এমন খবর পেয়ে বনের জমি চিহ্নিত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। বন বিভাগের কর্মীদের সাথে নিয়ে বনের জায়গায় অবৈধভাবে তৈরি করা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ স্থাপনা তৈরি ও জমি অবৈধ দখলে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

আগামীনিউজ/এসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner