1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শীতার্তদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১১:৩৩ পিএম শীতার্তদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’
ছবি: আগামী নিউজ

রাজবাড়ী: ছয় ঋতুর দেশ বাংলাদেশ, ছয় ঋতুর মধ্যে একটি ঋতুর নাম শীতকাল। এই শীতকালে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবনযাপন করছে দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ বস্ত্রহীন দুস্থ-অসহায়রা। 

এই শীতে রাজবাড়ী জেলার শীতার্তদের মুখে হাসি ফোটানোর চেষ্টাসহ তাদের একটু উষ্ণতার পরশ দিতে কাজ করে যাচ্ছে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর মানবতার প্রেমিকেরা। শীতের উষ্ণতা ছড়াতে লেপ বিতরন করে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব। 

রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর এই ভিন্নধারার উদ্ধোগের সাহায্য পেয়ে অনেক খুশি অসহার শীতার্ত মানুষ। 

এসময় আব্দুস সালাম বলেন, ‘লেপডা পাইয়া ম্যালা খুশি অয়ছি এই ঠান্ডাই লেপডা অনেক উপকার ঔবো।’ 

জানা যায়, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর সন্মানিত উপদেষ্টাগন ও এডমিন প্যানেল ও সমাজের মানবিক মানুষের নিকট হতে অর্থ সংগ্রহ করে এই ভিন্ন উদ্ধ্যোগ গ্রহন করেছে। লেপ বিতরণের এই ভিন্ন উদ্ধোগটি সফল করার লক্ষ্যে রাজবাড়ী ব্লাড ডোনার্স এর এডমিন প্যানেল ও স্বেচ্ছাসেবক গণ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় গরিব মানুষদের খুজে বের করে একটি তালিকা তৈরী করে, এই তালিকার মধ্যে স্থান পায় ঘরহীন মানুষ, নদীর ভাঙ্গন এলাকার মানুষ, রিক্সা চালকসহ নানা শ্রেনীর মানুষ। তালিকা তৈরী করে আবার বাসায় বাসায় গিয়ে দিয়ে আসেন। 

রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর লেপ বিতরণের কাজকে সফল করার লক্ষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সোনিয়া আক্তার স্মৃতি, পাভেল রহমান, আসাদুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম, আরিফ রাকিব, আরিফুল ইসলাম, কাদের খান, রাকিব খান,  আতিক, জান্নাতিল তাজরীসহ আর স্বেচ্ছাসেবকবৃন্দ। 

এই প্রসঙ্গে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিষ্ঠা সোনিয়া আক্তার স্মৃতি বলেন, একজন বিপদে পড়লে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবান প্রতিবেশীদের ইমানি দায়িত্ব ও মানবিক কর্তব্য। 

সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়ামায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি সর্বদা বজায় রাখা। তাই দেশের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই কাঁধে কাঁধ রেখে দল-মত নির্বিশেষে এ শীতের মৌসুমে গরিব, অসহায়, দুঃখী মানুষকে সামর্থ্যানুযায়ী অর্থ, খাদ্যদ্রব্য ও শীতবস্ত্র দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্দন অটুট রাখি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner