1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
‘এতো সহজে চাকরি হয় স্বপ্নেও ভাবিনি’

কুড়িগ্রামে ১৩০ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১১:৫৪ পিএম কুড়িগ্রামে ১৩০ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ
ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ ‘এতো সহজে চাকরি হয় স্বপ্নেও ভাবিনি’ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জনকারী পূর্ণিমা রানী মন্ডল পুজা অনুভুতি প্রকাশ করেন এ ভাবে। কুড়িগ্রামে  মাত্র ১৩০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরপি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে ৬ জন নারী এবং ৩৭ জন পুরুষ।

এই নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন  পূর্ণিমা রানী মন্ডল পূজা। রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামমিং গ্রামের অধিবাসী স্বর্গীয় অজিত কুমার মন্ডলের দু'সন্তানের মধ্যে পূর্ণিমা রানী মন্ডল বড়। তার ছোট ভাই অপূর্ব মন্ডল পার্থ নবম শ্রেণির ছাত্র। পূর্ণিমা বর্তমানের নাটোরের আব্দুলপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার সার্ভিস এর পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হবো।বাবা-মা দুজনে উৎসাহ দিতো।সে স্বপ্ন পুরণ না হলেও পুলিশ কনস্টেবল হলাম। বিন্তু কষ্ট একটাই বাবা নেই। আকাশের তারা হয়ে তিনিকি দেখছেন আমাকে? বাবা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। আমি বাবার আদর্শে মানুষের পাশে থাকতে চাই। নারীদের উন্নয়নে কাজ করতে চাই।

পূর্ণিমা রানী মন্ডল পুজা জানান, জমিজমা তেমন নেই। বাবা অজিত কুমার মন্ডল ২বছর আগে মারাগেলে সংসারে অন্ধকার নেমে আসে।পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়।মা উর্মিলা রানী মন্ডল অনেক কষ্টে সংসার এবং দুই ভাইবোনের লেখাপড়া খরচ চালান। কখন টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে-এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ অবস্থায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত হওয়ায় সে খুব খুশি। আনন্দিত এবং গর্বিত নিজের যোগ্যতায় ও মেধায় চাকরি পাওয়ার জন্য।

তিনি আরও জানান, এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার খরচ হয়েছে মাত্র ১৩০ টাকা। এরমধ্যে ব্যাংক বাবদ ১০০ টাকা এবং অনলাইনে আবেদন পাঠানো বাবদ ৩০ টাকা খরচ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কুড়িগ্রাম পুলিশ লাইন্স হাসপাতালে এই ৪৩ জনের প্রাথমিকভাবে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এরপর পুলিশ বিভাগের খরচে তাদের আগামী ৩০ নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে গিয়ে বিনা খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা শেষে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।

তিনি আরও জানান, কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর এই তিনদিন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা গ্রহণ করা হয়। এতে এক হাজার ৭২০ জন আবেদনকারীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হন। এরপর ১৭ নভেম্বর মাপে ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪নভেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪০ জনের ফলাফল ঘোষনা করা হয়।

ঐদিনই সকাল ১০টা থেকে দিনভর মৌখিক মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে গভীর রাতে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে কুড়িগ্রাম সদরে ১৪জন উলিপুরে ৫জন, নাগেশ্বরীতে ৬জন, চিলমারীতে ২জন, রাজারহাটে ৬জন, ফুলবাড়ীতে ৪জন, ভুরুঙ্গামারীতে ৪জন, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ১জন করে উত্তীর্ণ হয়েছে।

এছাড়া ওয়েটিং  লিস্টে  কয়েকজনকে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় কেউ উত্তীর্ণ না হলে-সেক্ষেত্রে এই তালিকায় থাকাগণ ক্রমানুসারে সুযোগ পাবেন।

চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চলের নয়ারহাট ইউনিয়নের উত্তর ফেচুকা চরের কৃষক মো. আব্দুল গফুরের সন্তান মো. আবু সায়েম জানান তারও খরচ হয়েছে ১৩০ টাকা। এছাড়া যাতায়াত এবং খাওয়া খরচ বাদে আর কোন টাকাপয়সা লাগেনি। এভাবে যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য নির্বাচিত হওয়ায় খুব খুশি। পুলিশ কনস্টেবল পদে এই চাকরি পাওয়ায় গর্বিত বলেও জানান তিনি।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকার রাজমিস্ত্রী জাহাঙ্গীর মন্ডলের ৪মেয়ে। টানাটানির সংসার।তার দ্বিতীয় মেয়ে তাসমিন নাহার চাকুরি পাওয়ায় আনন্দিত পরিবারের সবাই।জাহাঙ্গীর মন্ডল বলেন, এতো খুশি আগে কখনও হইনি।

চিলমারী উপজেলার বর্গাচাষী আব্দুল গফুরের পুত্র আবু সায়েম ও কুড়িগ্রাম সদরের ভেলাকোপা এলাকার অটোচালক নুর নবী মিয়ার পুত্র রাশিকুল ইসলাম রাকিব এর চাকরি মাত্র ১৩০টায় হয়েছে বলে জানান।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে থেকে বিভিন্ন মাধ্যমে কোনো ধরনের দালাল মাধ্যম কিংবা যে কোনভাবে তদবির করলে তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে বলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। ফলে এর সুফল পাওয়া গেছে। তদবীর দালালী ছিলোনা।শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিরপেক্ষ এবং স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে এখানকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner