
বরগুনা: এসপির সঙ্গে সন্ত্রাসীর বিরল বন্ধুত্ব, এমন শিরোনামে দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক।
প্রতিবেদনে বলা হয়- বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক গত ১১ সেপ্টেম্বর ক্রাইম কনফারেন্স উপলক্ষ্যে ঢাকায় আসেন। এ সময় বরগুনা জেলার প্রতারক চক্রের লিডার হিসাবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী মো. মিলন ওরফে নাকিব উদ্দিন আমিন এসপির সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন।
পুলিশ সুপার এবং মিলনের সঙ্গে থাকা আরও ২ সহযোগী মিলে তারা বিভিন্ন আড্ডায় মিলিত হন। দুপুরের খাবারও খান একসঙ্গে। এসব ঘোরাফেরা ও খাওয়াদাওয়ার ছবিও তোলা হয় সাভাবিক ভাবেই। ওইদিন বেশ কয়েকটি ছবি সন্ত্রাসী মিলন তার ফেসবুক পেইজে আপলোড করেন। সবাই যাতে এই ছবির গুরুত্ব ঠিকঠাক বুঝতে পারেন, সেজন্য ছবির ওপরে সাড়ে চার লাইনের একটা স্ট্যাটাসও লিখে দেওয়া হয়। সেখানে পুলিশ সুপারকে ‘বড় ভাই’ উল্লেখ করে বলা হয়, ‘আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন। তার জন্য দোয়া করবেন। ভাইকে নিয়ে সিটি কমপ্লেক্সে আমরা। এরই নাম ভালোবাসা।
ছবি তোলার ব্যাপারে এসপি বলেন, সেলফির ব্যাপারটি পত্রিকায় ছাপা হয়েছে। যে কেউ চাইলেই যখন তখন সেলফি তুলতে পারে।আমরা এর আগেও দেখেছি দেশের শীর্ষস্থানীয় প্রতারকরাও অনেক ভিআইপি মন্ত্রী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সাথে সেলফি তুলে ফেসবুকে প্রচার করেছে। এতে তারা কি অপরাধী?
অভিযুক্ত মিলনের ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে- মিলনের বিরুদ্ধে যে কয়টি মামলা চলমান রয়েছে তার কোনোটিই প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক বিবাহ ও বাল্যবিবাহ করারও অভিযোগ রয়েছে।
আগামীনিউজ/ হাসান