1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৮:৫৯ এএম পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওঃ জেলার রাণীশংকৈলে সোমবার (২২ নভেম্বর) ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে স্বপন কুমার রায় (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত স্বপন রাণীশংকৈল উপজেলার রাতোর ফরিঙ্গাদিঘী গ্রামের সুভাস কুমার রায়ের ছেলে। সে  নেকমরদ কারিগরি কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, রবিবার (২১ নভেম্বর) স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই ভেবে ওইদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে ওইদিন বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে সে নিজ ঘরে শুয়ে পড়ে। রাত ১১টার দিকে স্বপন ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে নেয়।

বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে যায়। অবস্থার কোন উন্নতি না হওয়ায় পরে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বপনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner