1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাটোরে বিএনপির বিক্ষোভে সংঘর্ষ! আহত অর্ধশতাধিক

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৫:০৭ পিএম নাটোরে বিএনপির বিক্ষোভে সংঘর্ষ! আহত অর্ধশতাধিক
ছবি: আগামী নিউজ

নাটোর: বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সংবাদকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর)  সকাল ১১ টার দিকে শহরের আলাইপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচী পালনের জন্য আলাই পুর এলাকায় বিএনপি কার্যালয়ে জড়ো হয় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এসময় বিনা উষ্কানীতে পুলিশ তাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ, টিয়া শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমিশনার সোহাগ ও আলম গুলিবিদ্ধ হয়। এছাড়া বিএনপি নেতা আসাদসহ ছাত্রদল ও যুবদলের মাসুদ, ডালিম, তুষার ও কাম রলসহ অর্ধশতাধিক নেতাকের্মী আহত হয়।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে যুগান্তরের সাংবাদিক শহিদুল হোক সরকার ও বাংলা ভিশনের সাংবাদিক কামরুল আহত হয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার ওপর বিক্ষোভ করতে  পুলিশ তাদের নিষেধ করে। এসময় উত্তেজিত হয়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট

পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় সদর ওসি মুনসুর রহমানসহ কয়েকজন পুলিশ আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জর্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner