1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বারহাট্টায় জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৫:৩৬ পিএম বারহাট্টায় জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ছবি

নেত্রকোণা: জেলার বারহাট্টা উপজেলায় আব্দুল ওয়াহাব তালুকদার ওরফে হক্কু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার ওই উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের মালিকানাধীন একটি জঙ্গল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

নিহত হক্কু মিয়া নৈহাটি গ্রামের মৃত মোজাফর তালুকদারের ছেলে।

নিহতের বড় ছেলে মাহফুজুল করিম বলেন, আমরা চার ভাই তিন বোন। আমার বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন। তিনি আগে কৃষিকাজ করতেন। শনিবার বিকালে তিনি বাড়ি থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। কিন্তুু রাতে বাড়িতে না ফেরায় আমরা উনাকে অনেক খোঁজাখুঁজি করি। সকালে হঠাৎ এলাকাবাসী খবর দেয় যে আমার বাবার লাশ নৈহাটি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের মালিকানাধীন  একটি পরিত্যাক্ত বাড়ির জঙ্গলে পড়ে আছে। তখন আমরা সেখানে গিয়ে বাবার লাশ দেখতে পাই। আমি আমার বাবার হত্যাকারীদের কঠিন শাস্তি চাই।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা শনিবার রাতে ও রোববার সকালে খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে হঠাৎ লোকজন বলাবলি শুরু করে যে উনার লাশ পাওয়া গেছে। তখন নৈহাটি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন পুরাতন বাড়ির জঙ্গলে তার লাশ মাটিতে পড়ে থাকা অবস্থায় আমরা দেখতে পাই। পরে তার পরিবারের লোকজনকে খবর দেই। তখন তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, লাশ পাওয়ার  খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই এবং আব্দুল ওয়াহাবের লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তেরর জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner