1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাটোরে একই ওয়ার্ডে ভোটযুদ্ধে ভাবির প্রতিদ্বন্দ্বী ননদ

নিজস্ব প্রতিবেদক, নাটোর প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১১:৫২ এএম নাটোরে একই ওয়ার্ডে ভোটযুদ্ধে ভাবির প্রতিদ্বন্দ্বী ননদ
ছবিঃ সংগৃহীত

নাটোরঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ননদ ও ভাবি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। তাঁরা হলেন- ননদ লাইলী বেগম ও শিলা খাতুন।

একই পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ননদ-ভাবি পৃথকভাবে ভোটারদের নজর কেড়েছেন। ননদ লাইলী বেগম সালাইনগর গ্রামের আশকান আলীর স্ত্রী এবং শিলা খাতুন তার খালাতো ভাই সুমন আলীর স্ত্রী। তারা দুজনই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পাশাপাশি বাড়িতে বসবাস করেন। 

জানা গেছে, পাঁকা ইউনিয়নের ওই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ননদ লাইলী বেগম বক প্রতীক ও ভাবি শিলা খাতুন কলম প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। জয়ী হতে দুজনই মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ কাউকেই ছাড় দিতে রাজি না। দিন-রাত ভোটের মাঠে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার করা হচ্ছে। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বলে জানান ননদ লাইলী বেগম।

ভাবি শিলা খাতুন জানান, এ ব্যাপারে কাউকেই ছাড় নয়। আশা করি জয় আসবে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner