শিবালয় (মানিকগঞ্জ): পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা ও নৌ-রুটে নাব্যতা সংকট এবং যানবাহনের চাপ বৃদ্ধির কারনে আজ শনিবার ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ফলে ফেরি পারাপারের জন্য পাটুরিয়া ঘাট এলাকায় আসা বাস ও কোচ এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশ দ্বার পাটরিয়া-দৌলতদিয়া নৌ-রুট। এ নৌ-রুট কোন সময় বন্ধ থাকলে রাজধানী ঢাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারনে এ নৌ-রুট খুবই গুরুত্ব পুর্ণ। কিন্ত সারা বছর এ নৌ-রুটে একটা না একটা সমস্যা লেগেই থাকে। বর্ষা নৌসুমে নদীতে প্রচন্ড স্রোতে ফেরি চলাচলে সমস্যা, শুস্ক মৌমুমে নদীতে নাব্যতা সংকট ও শীত মৌসুমে ঘুন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। এ কারনে যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে কম বেশি সারা বছরই দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেলে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করায় ট্রাক চালকদেরকে ৩-৪দিন করে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে থাকতে হচ্ছে।
আরিচা বিআইডব্লিউটিসির অফিস সুত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি স্বল্পতা ও ঘাটের সমস্যা, নাব্যতা সংকট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া এ নৌ-রুটে চলাচলকারী ফেরি গুলো ঘাটের সমস্যার কারনে ঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে।
পাটুরিযায় ৫ টি ঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ফেরি ঘাট বন্ধ থাকায় মাত্র তিনটি ঘাট দিয়ে ফেরি থেকে যানবাহন লোড-আনলোড করতে হচ্ছে। ওই তিন ঘাটে ফেরি থাকলে অন্য ফেরি গুলো ঘাট এলাকায় এসে নিরাপদ স্থানে দাড়িয়ে থাকতে হচ্ছে। একারনে প্রায় প্রতিটি ফেরি লোড আনলোড করতে দ্বিগুণ সময় লাগছে। একারনে ফেরি টিপ সংখ্যা অনেক কমে গেছে। রুটে চলাচলরত ১৮টি ফেরি মধ্যে আমানত শাহ, খান জাহান আলী ও মাধবীলতাসহ ৪টি ফেরি বিকল হয়ে মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
গাবতলী থেকে ছেড়ে আসা যশোর গামী সোহাগ বাসের চালক মনির শেখ জানান, আজ শনিবার সকাল ৮টায় গাবতলী থেকে বাস ছেড়ে সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘাটে যানজটের কারনে দুপুর ২টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরিতে ওঠতে পারেনি তিনি।
ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা বরিশাল গামী ট্রাক কামাল হোসেন জানান, গত বুধবার বিকেল ৫ টার দিকে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েন। কিন্ত আজ শনিবার বিকাল ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরি পারাপার হতে পারেনি তিনি। এরকম অনেক বাস ও ট্রাক চালকরাই ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছেন।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এ নৌ-রুটে চলাচলরত বেশির ভাগ ফেরি দীর্ঘ দিনের পুরানো। ফেরি গুলো বার বার বিকল হয়ে পড়ছে। এছাড়া ৫টি ঘাটের মধ্যে দুইটি ঘাট বন্ধ রয়েছে। একারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাবাজার- শিমুলিয়া নৌ-রুটের যানবাহন এ নৌ-রুট দিয়ে পারাপার হলে এ ঘাট এলাকায় চাপ বেশি পড়ে। একারনেও ঘাটে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যে ফেরি গুলো এ নৌ-রুটে চলাচল করছে তার মধ্যে ৭-৮টি ফেরি দীর্ঘ দিনের পুরানো। এ ফেরি গুলো বার বার বিকল হয়ে পড়ছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, ফেরি স্বল্পতা, ঘাটের সমস্যা নৌ-রুটে নব্যতা সংকট এবং যানবাহনের চাপ বৃদ্ধির কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আগামীনিউজ/ হাসান