1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সৈয়দপুরে কবরস্থানের জমিতে কালিমন্দির গড়ার অভিযোগ

জিকরুল হক, উত্তরাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৩:৩৭ পিএম সৈয়দপুরে কবরস্থানের জমিতে কালিমন্দির গড়ার অভিযোগ
ছবিঃ আগামী নিউজ

নীলফামারীঃ জেলার সৈয়দপুরে কবরস্থানের জমিতে কালিমন্দির নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। আটক ব্যক্তির নাম খাতিবুল ইসলাম। এটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের চান্দিনার মোড় এলাকায়। বিষয়টি অনুসন্ধান করতে শনিবার দুপুরে সরেজমিন ঘটনাস্থল ঘুরে এবং এলাকার বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে যা জানা গেছে তা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

ঘটনাস্থলে কথা হয় ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলামের সঙ্গে। তিনি জানান, ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় সনাতনধর্মী দ্বিজেন্দ্র রায়কে সঙ্গে নিয়ে আমাদের পারিবারিক কবরস্থান দেখিয়ে বলি, এখানে আমার দাদিসহ অনেক কয়েকজনের কবর আছে। আপনারা কবরস্থানের জমিতে কালিমন্দির করেছেন, একটি একটু সরিয়ে নিলে ভাল হয়। এ সময় সঙ্গে শ্রী ছত্র চন্দ্রও ছিল। আমাদের কথাবার্তার ফাঁকে পাশে দাঁড়িয়ে থাকা সুরেশ চন্দ্র সরকার চরম উত্তেজিত হয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে বাম হাত দিয়ে টুটি চেপে ধরে এবং ডান হাতে থাকা কাঠের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করতে গিয়ে তার লাঠির আঘাত লাগে তার ভাই স্বপন চন্দ্রের মাথায়। আর আমার গলা সজোরে চেপে ধরায় আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। এমন অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।

পরে গুরুতর আহত অবস্থায় সুশান্ত চন্দ্র ওরফে পরেশ ও জাহাঙ্গীর মিলে পরেশের মোটরসাইকেলযোগে আমাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এদিনই রাতে আমার স্ত্রী থানায় মামলা করতে গেলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, মামলা করার এখন দরকার নেই, আমরা বিষয়টি সুরাহা করার চিন্তা করছি। তারপরও প্রতিবেশী নাজমুল ওসিকে মামলা রেকর্ড করার অনুরোধ করলে তাকে থানা হাজতে রাখার ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে মধ্যরাতে আমাকে গুরুতর আহতকারী সুরেশ চন্দ্র সরকারের মামলা থানায় রেকর্ড করা হয় এবং মিথ্যা অভিযোগে রাতেই স্থানীয় বিশিষ্টজন খাতিবুল ইসলামকে গ্রেফতার করে শুক্রবার (১৯ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করে। তবে ওসি ফোন দিয়ে আমাকেও আজ (২০ নভেম্বর) থানায় মামলা দিতে বলেছে। আমি সামান্য সুস্থ্য হয়েছি। আজ রাতেই থানায় গিয়ে মামলা করব। সুরেশ চন্দ্র সরকারের দায়েরকৃত মামলায় মারপিট, হুমকি-ধামকি ও দেবোত্তর সম্পত্তি গ্রাস করার অভিযোগ এনে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এসব ব্যক্তিরা হলেন খাতিবুল ইসলাম, রকিউল ইসলাম, আবুল হোসেন, লিটন ইসলাম, নাজমুল হক, রকিবুল ইসলাম, শাহাজাহান আলী, আরিফুল ইসলাম, মালেক রহমান, মন্নার হোসেন ও তহিদুল ইসলাম।

কথা হয় ওই এলাকার বিশিষ্টজন আলমগীর হোসেন, সোবরাদু ও জিকরুল হকের সঙ্গে। তারা জানান, কালি মন্দিরটি যে জায়গায় করা হয়েছে সেটি একটি দীর্ঘদিনের পারিবারিক কবরস্থান। যারা সেখানে কালিমন্দির করেছেন তাতে মনে হচ্ছে এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষণ। যা আমাদের  দেশে কোনভাবেই কাম্য নয়। তারা আরো জানান, ইউপি সদস্য রবিউল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে দুর্গাপূজার সময় সনাতন ধর্মীদের পূজামন্ডপে উপস্থিত থেকে সার্বক্ষণিক নজর রেখেছেন। গত দুর্গাপূজার সময় যখন কালিমন্দিরটি রাতের আঁধারে সংস্কার করে স্থান বৃদ্ধি করা হয়, সেই সময় থেকে ওই ইউপি সদস্য স্থানীয় সনাতন ধর্মীদের কালিমন্দিরটি সামান্য সরিয়ে আনতে অনুরোধ করে আসছেন। ঘটনার দিনও সকালে অনুরোধ করতে গিয়ে তাদের হাতে মার খেলেন। আবার এলাকার লোকজন সম্প্রীতি রক্ষায় এগিয়ে যাওয়ায় মিথ্যা ঘটনায় মামলার শিকার হয়ে হাজতবাস করছে। এলাকায় গ্রেফতার আতংক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুরাহা করতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় সৈয়দপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ কুমার পোদ্দার রাজুর সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার সুরাহা টানতে সমাজের নীতিনির্ধারক মহলের কাছে বার বার গিয়েও কোন সুরাহা মিলেনি। আগামী দিনে মিলবে কিনা তাও সন্দেহ রয়েছে।

মামলা ও গ্রেফতার বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতের সঙ্গে। তিনি মামলা ও আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কালিমন্দির ও কবরস্থানের ঘটনা না, সেখানে আসছে ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী করা নিয়ে ঘটনা ঘটেছে।

আগামীনিউজ/নাসির

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner