1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৯:৫৩ এএম টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জঃ টিকটক ভিডিও বানাতে গিয়ে চার তলা ভবনের ছাদ থেকে পড়ে আনিল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের পাইকপাড়া ভূতের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিল পাইকপাড়া ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আনিল একজন টিকটকার। তিনি নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দেন। তার প্রোফাইল ঘেটে দেখা গেছে সেখানে ৫ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে। শুক্রবার বিকেলে আনিল দুই বন্ধুকে সাথে নিয়ে পাইকপাড়া এলাকায় জয় গোবিন্দ হাই স্কুলের পেছনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মানাধীন একটি তিন তলা ভবনের ছাদে উঠে টিকটক এর জন্য ভিডিও বানাতে যায়। ভিডিও বানানোর এক পর্যায়ে আনিল অসতর্কতার কারণে ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এতে তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আনিলকে প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। তবে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে আইনগত প্রক্রিয়া শেষে নিহত আনিকের লাশ রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত দশটায় তার লাশ বাড়িতে আনা হলে পরিবারে স্বজনদের মধ্যে কান্নায় রোল পড়ে যায়। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

এদিকে স্থানীয়রা আরও জানান, টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে এই কিশোরের মৃত্যুর বিষয়টি তার স্বজনরা গোপন রাখেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বুঝিয়ে দেবার পর মৃত্যুর কারণ গোপন রেখে দাফন কাফনের প্রক্রিয়া শুরু করা হয়।

তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানিয়েছেন, এরকম কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসকে ফরহাদ বলেন, বিকেলে আনিল নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আনা হয়েছিল। সে মাথায় আঘাত পেয়েছিল। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner