1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

৩ বারের চেয়ারম্যান মনোনয়নপত্র নিতে গিয়ে জানলেন অন্য উপজেলার ভোটার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৪:৫৪ পিএম ৩ বারের চেয়ারম্যান মনোনয়নপত্র নিতে গিয়ে জানলেন অন্য উপজেলার ভোটার
দেবেশ চন্দ্র রায়। ছবিঃ সংগৃহীত

দিনাজপুরঃ জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়। তবে এ বছর চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনতে গিয়ে জানলেন তিনি ওই উপজেলার ভোটার নন।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বীরগঞ্জ উপজেলা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের উপজেলা ফুলবাড়ীর ভোটার দেবেশ।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায় একই উপজেলার মরিচা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

১৯৮৭, ১৯৯১ ও ২০১১ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দেবেশ।

তবে ওই সময় তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। সর্বশেষ তিনি জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট দেন।

১৬ নভেম্বর বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কিনতে যান দেবেশ চন্দ্র রায়। এ সময় নির্বাচন কর্মকর্তারা তার জাতীয় পরিচপত্রের নম্বর অনুসন্ধান করে জানতে পারেন দেবেশ ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের ভোটার।

দেবেশ চন্দ্র রায় জানান, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে ১৬ নভেম্বর উপজেলা নির্বাচন অফিসে যান। সেখানে ভোটার তালিকা সংগ্রহ করে দেখেন তার নাম নেই। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অনুসন্ধান করে দেখেন তিনি বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের পরিবর্তে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের ভোটার। কীভাবে এটা হলো এর উত্তর পাননি তিনি।

তিনি অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তা দেখে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই আমার অজান্তে জালিয়াতির আশ্রয় নিয়ে এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা। আমি বংশ পরম্পরায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের বাসিন্দা। এছাড়া আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। আমি ফুলবাড়ীতে ভোটার হতে যাব কেন?

এ বিষয়ে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, তিনি নির্বাচন অফিসে মনোনয়ন ফরম নিতে এলে জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী তার নাম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ভোটার তালিকায় দেখতে পাই। এ ভুল সংশোধনের জন্য তাকে তাৎক্ষণিক নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। আজকালের মধ্যে এটি সংশোধন করা যাবে এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner