1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাসের ধাক্কায় প্রাণ গেলো ইজিবাইকের ৫ যাত্রীর

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৯:২৩ এএম বাসের ধাক্কায় প্রাণ গেলো ইজিবাইকের ৫ যাত্রীর
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা বাজারে যাওয়ার পথে ব্যাটারী চালিত একটি ইজিবাইকের সাথে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইজিবাইকের ৩ যাত্রী নিহত এবং ৫জন গুরুতর হন।

ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ৩জনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘাতক কোচটিকে আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতরা হলেন, কামারদহ ইউনিয়নের মাস্তা এলাকার টুকু আমিন (৬৫), সোহাগ (২২), গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়া এলাকার আশরাফ আলী (৭০), ৬নং ওয়ার্ডের মৃত সন্তোষ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস,  শিবপুর এলাকার আব্দুর বাকীর ছেলে রিপন (৩২)। এছাড়াও নিহত অপর এক ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩জনের মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। হাসপাতলে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner