1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে মাদরাসার সীমানা প্রাচীর ভাংচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ১১:২৬ এএম রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে মাদরাসার সীমানা প্রাচীর ভাংচুর
ছবিঃ আগামীনিউজ

লক্ষ্মীপুরঃ জেলার রায়পুর শহরের লেংড়াবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধাঁরে মাদরাসার সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে (১৬ নভেম্বর) বিচারের দাবিতে মাদরাসার সভাপতি রফিকুল ইসলাম রতন বাদি হয়ে একই এলাকার কামাল মুন্সির বিরুদ্ধ থানায় লিখিত অভিযোগ করা করেছে ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রামের লেংড়াবাজার এলাকায় মাদরাসাই তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। তখন কোন পক্ষে বিরোধ সৃষ্টি হয়নি। মাদরাসার প্রয়োজনে সোমবার সকালে দুটি কক্ষ ও প্রাচীর নির্মান করা হয়।

দীর্ঘ বছর ধরে কোন দাবি না তোলে  হঠাৎ স্থানীয় কামাল মুন্সি জমি দখল করার চেষ্টা চালিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর করে প্রাচীর ভেঙ্গে ফেলে। তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয় কামাল মুন্সি। ঘটনার পর রফিকুল ইসলাম বাদি হয়ে  থানায় একটি অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০ ফিট ইটের গাঁথুনী দেয়া সীমানা প্রাচীর সম্পুর্ণটি ভেঙ্গে দেয়া হয়েছে। এঘটনায় অভিযুক্ত কামাল মুন্সি জানান, সীমানায় আমরা জমি পাবো, তাদের বারবার বলার পরেও আমাদের জমি বুঝিয়ে দেয়নি। তাই আমরা সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি।

অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা রায়পুর থানা এস আই জাহাঙ্গির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে  আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner