1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইউপি নির্বাচনে বালিয়াডাঙ্গীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৫ জন

রানীশংকৈল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৪:১৯ পিএম ইউপি নির্বাচনে বালিয়াডাঙ্গীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৫ জন
ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউপিতে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে দুজন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও ৩ জন সাধারণ ওয়ার্ড ইউপি সদস্য রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়ী ৫ প্রার্থী হলেন আমজানখোর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য রিক্তা আকতার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসনা গতকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। পাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনেয়ারা বেগম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোহিনুর বেগম, বানু আক্তার ও মুক্তা বেগম মনোনয়ন প্রত্যাহার করেছেন।

অপরদিকে বিজয়ী ধনতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য চম্পাবতী রানী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এরশাদ আলী, বৃন্দাবন সিংহ মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া বড়পলাশবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য ইউনুস আলী ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম, ৭ নম্বর ওয়ার্ডের ফজলে হোসেন, ইসরাইল হক, খালেকুল ইসলাম ও নাসিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

উপজেলায় গত শুক্রবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner