1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কিশোর গ্যাংয়ের অস্ত্রের কোপে ছাত্রলীগ নেতা খুন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০১:০৯ পিএম কিশোর গ্যাংয়ের অস্ত্রের কোপে ছাত্রলীগ নেতা খুন
ছবি: আগামী নিউজ

পিরোজপুর: জেলার মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বেপরোয়া কিশোরগ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে রাহাত হাওলাদার (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ সময় আরও ৪ জন গুরুতর জখম হয়। 

শনিবার রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী বাজার সংলগ্ন বোবা বাড়ি নামক এলাকা এ হামলার ঘটনা ঘটে।

নিহত রাহাত হাওলাদার গুলিশাখালী গ্রামের শাহ আলাম হাওলাদারের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদিয়া কলেজের একাদ্বশ শ্রেণীর শেষ বর্ষের ছাত্র এবং গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিশাখালী গ্রামের শহিদ খানের ছেলে সাব্বির এর সাথে একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শুভ’র নারী ঘটিত বিষয় নিয়ে পূর্ব শক্রতা ছিল। এর জের ধরে  শনিবার বিকেলে টিয়ারখালী স্কুল মাঠে ফুটবল টুর্ণামেন্ট এর খেলা দেখে নিহত রাহতসহ তার ৪ বন্ধু বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে সাব্বিরের নেতৃত্বে ২০-২৫ জনের কিশোরগ্যাং তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত হাওলাদারকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শুভ, সানাউল, আরিফ কে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত আঃ লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মঠবাড়িয়া থানা উপ পরিদর্শক (এস,আই) মোঃ আসাদুজ্জামান জানান, লাশ ময়না তদন্তের জেলা মর্গে পাঠানো হয়েছে। রাহাত হাওলাদার খুনের ঘটনায় শাওন (১৮), সেন্টু (৫১), চুন্নু (৪০), আসাদুল (১১) কে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে। 

এ বিষয় মামলার প্রস্তুতি চলছে। 

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner