1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খোকসায় আদিবাসী নেত্রী অনিতা রানীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ১১:১৮ এএম খোকসায় আদিবাসী নেত্রী অনিতা রানীর মৃত্যু
ছবিঃ আগামীনিউজ

কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলা শিমুলিয়া আদিবাসী বাসী নেত্রী অনিতা রানী মৃত্যু বরণ করেছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। মৃত অনিতা রানী সমাজ সেবা অফিসের সমাজকর্মী বিকাশ কুমার সরকারের মা।

আদিবাসীদের জন্য সারাটা জীবন নিজেকে উৎসর্গ করেছেন। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ, আজ তাঁর জীবনাবসান হয়েছে। বলছি অনিতা রানীর কথা। দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি এক ছেলে বিকাশ কুমার সরকার ও স্বামী কে রেখে গেলেন।

দীর্ঘ কর্মময় জীবনের শিমুলিয়া পাইকপাড়া আদিবাসী কল্যাণ সমিতি ১৯৯৯ ইং সালে তিনি প্রতিষ্ঠা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদিবাসী অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের সাথে তিনি জড়িত ছিলেন। একাধারে তিনি আদিবাসী পাইকপাড়া কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। 

অনিতা রানীর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন, জেলা সমাজসেবা উপ-পরিচালক রুখসানা পারভীন, সহকারী উপ-পরিচালক মুরাদ হোসেন ও খোকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথী সহ দীর্ঘদিনের তার সহকর্মীগণ। সাথে তার দীর্ঘদিনের সহকর্মী মান্য কুমার মন্ডল ও তপন কুমার সরকার সহ এলাকাবাসী। অনিতা রানীর মৃত্যুতে আদিবাসী পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner