1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বারহাট্টায় আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত-১

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৩:১০ পিএম বারহাট্টায় আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত-১
ছবিঃ আগামী নিউজ

নেত্রকোণাঃ জেলার বারহাট্টা উপজেলায় সাহতা বাজারে অগ্নিকান্ডে এক ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার দূর্ঘটনা ঘটেছে।

এ দূর্ঘটনায় প্রায় ১০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই। বৃহস্পতিবার গভীর রাতে সাহতা বাজারে বিদ্যুৎতের সট-সার্কিট থেকে মাজু বেপারীর ফার্নিচারের দোকানে এই অগ্নিকান্ডের র্দূঘটনা ঘটেছে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার ১০মিনিটের সময় সাহতা বাজারের মাজু বেপারীর ফার্নিচারের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
সাহতা বাজারের ফার্নিচার ব্যবসায়ী মাজু বেপারী জানান, তিনি প্রতিদিনের ন্যায় দূর্ঘটনার দিন রাতে ফার্নিচারের ঘর বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ৩টার সময় তিনি জানতে পারেন তার ফার্নিচার ঘরে আগুন লেগেছে। পরে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, এখানে প্রায় ১০লাখ টাকার মালামাল ছিলা, সবই পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ফার্নিচার দোকানে থাকা লাল মিয়া বেপারী আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে এই এলাকার জনগণ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নেত্রকোণা হতে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

তিনি আরো বলেন, শুনেছি এই ফার্নিচারের দোকানে দশ লক্ষ টাকার মালামাল ছিলো। আগুনে ১০ লক্ষ টাকার মালামালই পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner