1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যশোরে ভোটকেন্দ্রে সংঘর্ষ: পুলিশের গাড়ি ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, যশোর প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০২:১৫ পিএম যশোরে ভোটকেন্দ্রে সংঘর্ষ: পুলিশের গাড়ি ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপ
ছবিঃ সংগৃহীত

যশোরঃ জেলার চৌগাছা উপজেলার জগদীশপুর ইউপি নির্বাচনে মাড়ুয়া স্কুলকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, জগদীশপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান খান কেন্দ্রে আসার পর তার সমর্থকরা হট্টগোল শুরু করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। ইটের আঘাতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গাড়ি ভাঙচুরের অভিযোগে কেন্দ্র থেকে পুলিশ জিয়া ও মামুন হোসেন নামে দুই আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে।

মাড়ুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওহিদুল ইসলাম জানান, সংঘর্ষের পর ভোট গ্রহণ বন্ধ করা হয়। হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে থাকা চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাফি বিন কবীর বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভোট গ্রহণ শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner