1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
নিরপেক্ষ নির্বাচনের দাবীতে

রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের সাংবাদিক সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৬:২১ পিএম রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের সাংবাদিক সম্মেলন
ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুর: ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ১০টি ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থীরা ঐক্যবদ্ধ হয়ে  নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে আজ বুধবার (১০নভেম্বর) ১১টায়  রামগঞ্জ পৌর শহরের পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করেছেন। 

এসময় প্রার্থীরা জানান, নৌকার মার্কার মনোনীত প্রার্থীরা এলাকায় আচরনবিধি লঙ্গন করে নির্বাচনী প্রচার প্রচারনা ও বহিরাগত সন্ত্রাসীদের এলাকায় মোটরসাইকেল মহড়া এবং ভোটারদেরকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য হুমকী ধমকী দিয়ে যাচ্ছে। এছাড়াও তারা বিভিন্ন সভা সমাবেশে নৌকার ভোট ওপেন দিতে হবে বলে ঘোষনা দিচ্ছে। এজন্য স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জোর দাবী জানান। 

উপজেলা আওয়ামীগের সাবেক সহ সভাপতি ও ৪ নং ইছাপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্রপ্রার্থী আমির হোসেন খানের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া,সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা ও লামচর ইউনিয়ন থেকে স্বতন্ত্রপ্রার্থী ফয়েজ উল্যাহ জিসান, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং ভোলাকোট ইউনিয়ন থেকে স্বতস্ত্রপ্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল, নোয়াগাও ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ হোসেন রানার পক্ষ থেকে তাঁর প্রতিনিধি ইব্রাহীম কারী প্রমূখ।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner