1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নেত্রকোণায় আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে আগুন ও ভাংচুর

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০২:১৯ পিএম নেত্রকোণায় আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে আগুন ও ভাংচুর
ছবিঃ আগামী নিউজ

নেত্রকোণাঃ জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়া এলাকায় নতুন বাজারে আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে ইউপি নির্বাচনের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়ে ফেলার ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মী অভিযোগ করে জানান, মঙ্গলবার গভীর রাতে বিএনপি সমর্থকরা নৌকা প্রতীকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রৌহা ইউনিয়নের ৬নং ওর্য়াড শাখা আওয়ামীলীগ কার্যালয়ের অধিকাংশ আগুন দিয়ে পুড়ে ফেলেছে সেই সঙ্গে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে।

আজ বুধবার সকালে রৌহা ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আতিকুর রহমান মুন্না বলেন- বড়গাড়া কেন্দ্রে পাঁচশত অধিক সংখ্যালুঘু ভোটার সহ তৃণমূলের সংখ্যাঘরিষ্ট আওয়ামীলীগের ভোটার রয়েছে, সেই সকল আওয়ামীলীগের ভোটারবৃন্দ কেন্দ্রে না যেতে পারে এবং আওয়ামীলীগের ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য ৬নং ওর্য়াড শাখা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ছবি সহ কার্যালয়ে থাকা প্রায় ৪০টি চেয়ার ভাংচুর করেছে রৌহা ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাতেনের সমর্থকরা। তিনি আরও জানান-রৌহা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

এব্যাপারে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাতেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন- এটি একটি মিথ্যা অভিযোগ। তবে আই ডোন্ট কেয়ার।

রৌহা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধার সন্তান অধ্যাপক ওমর ফারুক বলেন- গত ইউপি নির্বাচনী এই বড়গাড়া কেন্দ্রে রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাতেন সহ তার কর্মী সমর্থকরা আমাকে এবং আমার সঙ্গে থাকা আওয়ামীলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে নৌকা প্রতীকের বিজয়ী ফলাফল ছিনিয়ে নিয়ে যায় কিন্তুু এবার প্রশাসনের কঠোর নজরদারিতা বুঝতে পেরে এই ঘৃন্য-জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছে এর চুড়ান্ত বিচার চাই প্রশাসনের কাছে।

তিনি আরও জানান- ইতিপূর্বে একটি জাতীয় সংসদ নির্বাচনে এই বড়গাড়া এলাকার বিএনপি,জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীদের ওপর হামলা করেছিলো। এটি একটি ঝুকিপূর্ন এলাকা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner