1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধর্ষণ থেকে রক্ষা পেতে বাস থেকে লাফ কলেজছাত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৯:৫৯ এএম ধর্ষণ থেকে রক্ষা পেতে বাস থেকে লাফ কলেজছাত্রীর
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জঃ জেলার সাটুরিয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোকন মিয়া (২৮) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া এলাকায় ধর্ষণচেষ্টার সময় চলন্ত বাস থেকে লাফ দেন কলেজ শিক্ষার্থী। আটক বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া ব্যাপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, ঘটনাটি সড়কের এক প্রাইভেটকার চালক দেখতে পেয়ে হাইওয়ে থানা পুলিশকে জানান। হাইওয়ে পুলিশ অভিযুক্ত বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালককে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই বাসটিও জব্দ করা হয়েছে।

ওই কলেজছাত্রী জানান, গত বৃহস্পতিবার ধামরাইয়ে বোনের বাসায় বেড়াতে যান তিনি। শনিবার সকালে ধামরাই থানা রোড থেকে মানিকগঞ্জে যাওয়ার জন্য জনসেবা নামের একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি কিছুদূর যাওয়ার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর তিনি গাড়ি থেকে নামতে চাইলে চালক বাধা দেয়। এক পর্যায়ে বাসচালককে ধাক্কা দিয়ে তিনি নিজের বাস থেকে লাফ দেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বাসচালক গ্রেপ্তার হয়েছে। ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner