1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চট্টগ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৩:১৯ পিএম চট্টগ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) ভোরে দুই নম্বর ওয়ার্ডের হযরত আজগর আলী শাহ মাজার এলাকার মইত্তাতলী বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা জানান, আনুমানিক ৫০ বছর বয়সের বিশালাকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সেখানে ভিড় করে।

স্থানীয়রা জানান, প্রতিবছর ওই গ্রামে বন্য হাতির দল আক্রমণ করে তাদের চাষাবাদের জমি নষ্ট করে দেয়। হাতির আক্রমণ থেকে ধান বাঁচাতে জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে  ঘেরাও করে রাখা হয়। এছাড়া জমিতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এবং পটকা ফুটিয়ে বন্য হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করার ব্যবস্থা করা হয়। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুঁড়ের নিচের অংশে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বন্য হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ময়নাতদন্ত করার পর হাতির মরদেহটি পুঁতে ফেলা হবে বলেও জানান তারা।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তা ও  উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘হাতির আক্রমণ থেকে বাঁচাতে কৃষকেরা ধানক্ষেতের  চারিদিকে বিদ্যুতায়ন করে রাখেন। আর, খাবারের খোঁজে লোকালয়ে এসে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাকানিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে ফসলি ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। স্থানীয় বন বিভাগ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner