1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
একদিকে রেকর্ড অন্যদিকে বিষাদ

খানসামার প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৮:১২ পিএম খানসামার প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার
ছবি: আগামী নিউজ

দিনাজপুর: জেলার খানসামায় প্রথম নারী ইউএনও হিসেবে রাশিদা আক্তারের যোগদান অন্য দিকে বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের বিদায়ে বিষাদ।  

রাশিদা আক্তার মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করেন। তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিএসটিআই অফিসে কর্মরত ছিলেন।

গত ২৮ অক্টোবর রংপুর বিভাগীয় কমিশনার মো.আবদুল ওয়াহাব মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন অনুযায়ী খানসামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রাশিদা আক্তার গতকাল ৩ নভেম্বর বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেছেন।

ইউএনও রাসিদা আক্তারের দায়িত্ব গ্রহনে খানসামা উপজেলা গঠনের প্রায় ৩৯ পর এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পেল উপজেলাটি। যোগদানের পর থেকে সর্বস্তরের পক্ষ হতে শুভেচ্ছা ও খানসামা অফিসার্স ক্লাবের পক্ষে ফুলেল শুভেচছা ও বরন করে নেন উপজেলা ভূমি অফিসার।    

অপর দিকে পদোন্নতি জনিত বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম গত ০৪ ফেব্রুয়ারী ২০১৮ সাল থেকে সততা,দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসায়। বিদায় বেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারি সহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে বেজে ওঠে বিষাদের শুর। তিনি সহ সবাইকে  কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। গত ৫ অক্টোবর তিনি চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

নবাগত ইউএনও রাশিদা আক্তারকে আগামী নিউজের শুভেচছা বিনিময়ে তিনি বলেন। আমি অত্যন্ত আনন্দিত এমন উপজেলায় যোগদান পেরে। এই উপজেলার মানুষ কতটা উদার আর ভালোবাসায় জড়িয়ে রাখতে পারে জলন্ত উদাহরণ বিদায়ী ইউএনও স্যার। 

আর এখানে এসে জানলাম এই উপজেলায় আমিই প্রথম নারী ইউএনও। এটা আমার অনুপ্রেরণা চেষ্টা করব উপজেলায় নিজেকে তুলে ধরতে পারি। সবার আস্থা, উন্নয়ন, সুখ দুঃখের অংশিদারিত্বের সাথি হতে চাই। আমি আপনাদের সাথে নিয়ে উপজেলার সবাইকে নিয়েই কাজ করতে চাই। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner