
কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও ২০২১ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহবাজার এইচ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আজিমুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহনুর আলম, মাদ্রাসা ম্যানেজিংকমিটির সদস্য নুর আলম, উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি পারুল আক্তার,দাসিয়ারছড়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জাকির সরকার, অভিভাবক মোঃ আব্দুল খালেক নয়নসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা হাফিজুর রহমান পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ।
আগামীনিউজ/ হাসান