1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু, বান্ধবী হাসপাতালে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১২:০০ পিএম বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু, বান্ধবী হাসপাতালে
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে হালিমা খাতুন (১৪) নামে আরেক কিশোরী।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা মারা যায়।

খাদিজা খাতুন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। আহত হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকালে খাদিজা খাতুন, হালিমা খাতুনসহ বেশ কয়েকজন মিলে বাড়ির পাশে ইট ভাটার উঁচু মাটির ঢিবির উপর বসে খেলছিল। অসাবধানতাবশত খাদিজা খাতুন ও হালিমা বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পর মঙ্গলবার রাত ৮টার দিকে খাদিজার মৃত্যু হয়। আর হালিমা আলমডাঙ্গা হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

আগামীনিউজ/নাসির

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner