1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বান্ধবীদের সাথে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রীর

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৮:২৭ এএম বান্ধবীদের সাথে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রীর
বিদ্যুৎস্পৃষ্টে মৃত খাদিজা খাতুন (বামে) ও আহত হালিমা খাতুন (ডানে)

চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গা উপজেলায় বান্ধবীর সঙ্গে সেলফি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে হালিমা খাতুন (১৪) নামে আরেক কিশোরী। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়া এলাকার একটি ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা মারা যায়।

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া খাদিজা খাতুন (১৩) আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে খাদিজা খাতুন ও হালিমা খাতুনসহ কয়েকজন বান্ধবী মিলে বাড়ির পাশের এসকেএসবি ইটভাটার উঁচু মাটির ঢিবির ওপর বসে খেলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত খাদিজা ও হালিমা বিদ্যুতের তারে হাত দিলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে খাদিজার মৃত্যু হয়। অন্যদিকে হালিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner