1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নরসিংদীর মার্কেটে আগুন,নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৫:৫৪ পিএম নরসিংদীর মার্কেটে আগুন,নিয়ন্ত্রণে ৮ ইউনিট
প্রতিকি ছবি

নরসিংদীঃ সদরের বাবুরহাট বাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

সদর উপজেলার মাধবদি ইউনিয়নের শেখের চর এলাকার ওই বাজারে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। এরই মধ্যে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি জানান, নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি, মাধবদি ফায়ার সার্ভিসের দুটি, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও মনোহরদি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ এই পাইকারি কাপড়ের হাটে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ ছিল। বিকেলে বাজারের একটি শাড়ির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদি বাজার ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রী-পিছ থাকায় আগুন দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারে একই সারির ৩০টি দোকান পুড়ে যায়।

আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আবদুল হালিম জানান, বাজরের অন্য দোকানগুলো অক্ষত আছে। আগুনের সূত্রপাতের কারণ তদন্তের পর বলা যাবে।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner