1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নেত্রকোণায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আ.লীগের সভাপতি বহিস্কার

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৩:২১ পিএম নেত্রকোণায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আ.লীগের সভাপতি বহিস্কার
ছবি: সংগৃহীত

নেত্রকোণাঃ আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ না করায় নেত্রকোণার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান নেত্রকোণা জেলা আওয়ামীলীগ।
  
এসএম বজলুল কাদের শাহজাহান জানান, শারীরিক অবস্থা ভালো না। কোমর ও পায়ে ব্যাথায় চলাফেরায় সমস্যার কারণে দলীয় নির্বাচনী কর্মকান্ডের অংশগ্রহণ করতে পারবো না জানিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি। বহিস্কার বিষয়ে বলেন, বহিস্কার করলে তো আমাকে নোটিশ দিয়ে জানাতে হবে।

জেলা আওয়ামীলীগ ও সহযোগি সহ অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মী জানান, চলমান ইউনিয়ন পরিষদ নির্বচানে নেত্রকোণা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতির ছেলে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা স্বতন্ত প্রার্থী হিসেবে লক্ষীগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন। এসএম বজলুল কাদের শাহজাহান আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো.আজাহারুল হক তুহিনের নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ না করে তার ছেলের নির্বাচনী প্রচার-প্রচারণা ও নির্বাচনী পরিচালনা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতা-কর্মী অসন্তুষ্ট প্রকাশ করেন।

জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় জানান- এস.এম বজলুল কাদের শাহজাহান তার নিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিবারেই অবস্থান নেন। সেই সঙ্গে বিভিন্ন সময়  দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জেলা আওয়ামীলীগের কমিটিতে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের বরাবর চিঠি প্রেরণ করা হয়েছে।
 
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খসরু এমপির লিখিত আদেশে জানা যায়, গত ২৯ অক্টোবর জেলা আওয়ামীলীগের জরুরি সভায় আপনার (বজলুল কাদের) বিরুদ্ধে আনিত অভিযোগ ও আপনার প্রেরিত পত্র নিয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আপনি গুরুত্বপূর্ণ পদে থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করছেন না। বাংলাদেশে আওয়ামীলীগের দলীয় মনোয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মনোনীত প্রার্থীর পক্ষে কোন দলীয় কান্ডে অংশগ্রহণ করেননি। আপনি যে বক্তব্য প্রেরণ করেছেন তা জেলা আওয়ামীলীগের কাছে গ্রহণযোগ্য নয়। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সন্দেহাতিতভাবে প্রমাণিত। আপনাকে বাংলাদেশ আ.লীগ সদর উপজেলা শাখার সভাপতি ও সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার ও স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় আ.লীগ বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner