1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নিখোঁজের ৬ দিন পর তিস্তা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৭:৪৬ পিএম নিখোঁজের ৬ দিন পর তিস্তা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ফাইল ছবি

নীলফামারী: জেলার ডিমলায় নিখোঁজের ছয়দিন পর তিস্তা নদী থেকে মনসুর আলী (৩৩) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রোয়িং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মনসুর পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের দৌলতপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সুত্র জানায়, গত ২০অক্টোবর সকাল ১১টার দিকে কলোনী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি। খোঁজাখুজি করেও তার সন্ধ্যান না পাওয়ায় গত ২৪ অক্টোবর থানায় সাধারণ ডায়েরী করেন নিহতের স্ত্রী সাহিদা বেগম।
 
সাহিদা বেগম জানান, গরু কেনার জন্য কলোনী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় মনসুর। রাত ১১টায়ও বাড়িতে না ফেরায় তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায় এবং ক্লিনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। গেল কয়েকদিনে তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করা হয় রবিবারের পক্ষ হতে।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। গ্রোয়িং-এ লাশ আটকা ছিলো। সেটি দেখে পুলিশে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner