রাজশাহীঃ রাজশাহীর মোহনপুরে স্ত্রীর অসুস্থতার শোকে সামাদ শেখ (৭৭) নামে এক বৃদ্ধ ও মোবাইলে গান শোনার কারণে মা বকা দেয়ায় মো. তামিন (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
রবিবার (২৪ অক্টোবর) সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত সামাদের বাসা উপজেলার শ্যামপুর ভিমপাড়া গ্রামে। আর তামিন উপজেলার ধুরইল বাজেদুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, বৃদ্ধ সামাদ শেখ ও তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। এলাকায় তার অনেক জমিজমা থাকলেও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ফলে রবিবার ফজরের নামাজের পর ভোরবেলায় গলায় ফাঁস দেন সামাদ। সকালে এলাকার লোকজন তার মরদেহ দেখতে পায়। আর কিশোর তামিন মোবাইলে গান শোনার কারনে রবিবার সকালে তার মা তাকে বকা দেয়। অভিমানে সকলের অগোচরে গলায় ফাঁস দেয় সে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রশি থেকে নামিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় তামিন।
এ বিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম আগামী নিউজকে বলেন, সংবাদ পেয়ে দুটি মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ ছিল না। তাছাড়া মরদেহর শরীরে পাওয়া যায় নি কোনো আঘাতের চিহ্ন। ফলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ দুটি। এঘটনায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে থানায়। এছাড়া জেলা পুলিশের সদর সার্কেলের এসপি অলোক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগামীনিউজ/শরিফ