1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্রিজে আটক সিমেন্ট বোঝাই ট্রাক, সড়কে দীর্ঘ যানজট

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০১:৫৩ পিএম ব্রিজে আটক সিমেন্ট বোঝাই ট্রাক, সড়কে দীর্ঘ যানজট
ছবি: আগামী নিউজ

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর উপর বেইলি ব্রিজের পাটাতন সরে গিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক আটকে পড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে করে সড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বেইলি ব্রিজের পাটাতন সরে গিয়ে ব্রিজের বিমের ফাঁকে ট্রাকের চাকা আটকে যায়। 

স্থানীয়রা জানায়, সকাল ব্রিজের বিমের ফাঁকে ট্রাকের চাকা আটকে মারিশ্যা-দীঘিনালা সড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। ফলে সেতুর দুই পাশে যানবাহনের লম্বা সারিসারি যানজটে পড়তে হয়েছে বিভিন্ন স্থানে আসা-যাওয়া জনসাধারণকে। যানজট নিরসনের লক্ষ্যে  ট্রাক থেকে সিমেন্ট আনলোডের কাজ শুরু করেছে মালিক আজমির ট্রেড্রাস। বৃষ্টির কারনে সিমেন্ট আনলোড করতে সমস্যা হচ্ছে। 

এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খাগড়াছড়ি সড়ক বিভাগকে জানানো হয়েছে তারা এসে ঘন্টা খানেকের মধ্যে  মেরামতের উদ্যোগ গ্রহন করবেন। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে ব্রিজের এমনটি হয়েছে বলে অভিযোগ করেন। তবে খুব দ্রুতগতিতে ব্রিজের মেরামতের কাজ সম্পন্ন করে যানচলাচল স্বাভাবিক করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner