1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন: হত্যাকারী সন্তান গ্রেফতার

সাভার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৭:২৩ পিএম আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন: হত্যাকারী সন্তান গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা: সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর ছেলের হাতে বাবা খুন মামলার হত্যাকারী সন্তানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় রক্তমাখা বটি, রক্তমাখা বিছানার চাদর ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়।

বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।  

এরআগে বুধবার (২০ অক্টোবর) ভোর রাতে ধামরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব জানায়, গত ১৯ অক্টোবর আশুলিয়ার শিমুলিয়া এলাকায় রাতের অন্ধকারে নিজ বাবা  নুর মোহাম্মদ (৬৮)’কে বটি দ্যা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার করে তার সন্তান মোহাম্মদ আফাজ উদ্দিন (২৮)। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে এলাকায় চাঞ্চল্যের তৈরি হওয়ায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামী আফাজ উদ্দিন হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়ার জন্য বার বার তার স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে ধামরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় রক্তমাখা বটি, রক্তমাখা বিছানার চাদর ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ উক্ত হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner