1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চট্টগ্রামে বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৩:২১ পিএম চট্টগ্রামে বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ জেলার হাটহাজারীতে বাসের ধাক্কায় মো. নাছির উদ্দীন (৫৫) ও মো. রুবেল হোসেন (২৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল হোসেন ফতেয়াবাদ এলাকার বাসিন্দা ও অপরজন মো. নাছির উদ্দীন মদনহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হাটহাজারী সড়কে রাস্তার পাশে মিনি পিকআপে ডেকোরেশনের মালামাল তুলছিলেন তিন জন। এ সময় নাজিরহাট থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস ডেকোরেশন মালিক ও শ্রমিকসহ তিন জনকে ধাক্কা দেয়। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এ সময় নাছির ও রুবেলকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত দীলিপ কুমার চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner