1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেঘনায় মালবাহী কার্গোতে ডাকাতি, দুই জলদস্যু আটক

ভোলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৪:৫২ পিএম মেঘনায় মালবাহী কার্গোতে ডাকাতি, দুই জলদস্যু আটক
ছবিঃ আগামী নিউজ

ভোলাঃ  জেলার মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে ডাকাতির চেষ্টাকালে দূই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এরা হলো-মোঃ জামান (৪৫)  ও মোঃ  কামরুল ( ৩০)।

রোববার (১৭অক্টোবর) দূপুরে জেলা সদর ভোলার ধনিয়া জোড়া খাল নামক এলাকার মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে এঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্র জানায়,নদীতে চলমান মালবাহী কার্গো জাহাজ থামিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা সেখানে আকস্মিক অভিযান চালায়। এসময় এই দূই ব্যাক্তিকে আটক করেন তারা। জলদস্যুদের আক্রমনের শিকার জাহাজ এমভি হারুন'র সুকানী সবুজ এমভি শহিদুল্লাহ নামক জাহাজের সুকানী  আবুল হোসেন, এমভি সাদিয়া-নাদিয়া নামক জাহাজ সুকানী শামীম ও এমভি রিয়াজ নামক জাহাজের সুকানী নাগর আলী  জানান,তারা সর্বমোট ৭টি জাহাজ সিলেট এবং সুনামগঞ্জ ও ছাতকসহ দেশের বিভিন্ন  এলাকা থেকে লাল বালু বোঝাই করে চট্রগ্রামের উদ্দেশ্য  যাচ্ছিলেন।  পথিমধ্যে ভোলার ধনিয়ার জোড়া খাল নামক এলাকায় আসলে ১০/১২ জনের জলদস্যুদল ট্রলারযোগে এসে তাদের গতিরোধ করে জাহাজে উঠে সকলকে মারধর শুরু করে। তারা জাহাজ স্টাফদের উপর হামলা করে টাকা-পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। এসময় অন্যান্য জলদস্যুরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করে ফেলেন কোস্টগার্ড।

এদিকে হামলা ও ডাকাতির ঘটনায় সোমবার এমভি রিয়াজের সুকানী নাগর আলী বাদী হয়ে (১৮অক্টোবর)ভোলা সদর মডেল থানায় হামলাকারীদের আসামী করে মামলা দায়ের করেন। 

থানার ওসি এনায়েত হোসেন জানান, দুইজনকে আটক করে কোস্টগার্ড থানা পুলিশে সোপর্দ করেলে।তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner