
কুড়িগ্রাম: আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার সোনালী ব্যাংক ভবনের নিচতলায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সহ-সভাপতি আবদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, ৮০ ও ৯০ দশকের সাবেক সফল ছাত্র নেতা ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, প্রবীন নেতা সদেরুজ্জামা, আমির আলীসহ উপজেলার ছয় ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬ টি ইউনিয়নে নৌকার প্রার্থী কে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
আগামীনিউজ/ হাসান