পটুয়াখালী: কলাপাড়া পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের জন্য নির্মানাধীন আবাসন থেকে নেছাড় উদ্দিন শাওন (২২) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১০টার দিকে লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাওন ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সে নির্মানাধীন আবাসনে ঠিকাদারী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস প্রজেক্টে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে গনমাধ্যমকে জানায়, সকাল ৮টার দিকে মৃতের ঘরের দরজা বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডেকেও কোন সাড়া পাননি। পড়ে জানালা দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আগামীনিউজ/ হাসান