
কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে করোনা কালীন সময়ে যখন বাল্যবিবাহের হিড়িক। ঠিক তখনি বড়লই উচ্চ বিদ্যালয়ের ২০২১ এসএসসি পরীক্ষার্থী মোছাঃ মোনালিশা আক্তার নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাক্তিগত ফান্ড থেকে প্রতিমাসে ১ হাজার টাকা প্রদান করার কথা বলেন।
এসময় উপজেলা আ'লীগের সভাপতি আতাউর রহমান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বড়লই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানী আঙ্গুর, ভাঙ্গামোড় দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আগামী নিউজ/ হাসান