পটুয়াখালী: কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৪টি সামুদ্রিক বিরল প্রজাতির কচ্ছপসহ পিতা তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে গ্রেফতার করেছে আন্ধারমানিক কোষ্টগার্ড।
বুধবার গভীর রাতে পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্রি এলাকার নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতেই উদ্ধারকৃত কচ্ছপ ও গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান গনমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া সাংবাদিকদের বলেন, এঘটনায় গ্রেফতারকৃত দুইজনের নামে বন্যপ্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলো কলাপাড়া আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
আগামী নিউজ/ হাসান