1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লক্ষ্মীপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০১:৩১ পিএম লক্ষ্মীপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি।

লক্ষ্মীপুরঃ জেলায় প্রাইভেট শিক্ষক মহিন উদ্দিনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (৩ অক্টোবর) দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। 

মামলার বাদী পক্ষের আইনজীবী ইফতেখার মাহমুদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি ট্রাইব্যুনালের বিচারক আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত।

এজাহার সূত্র জানায়,  মহিন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি গ্রামের মো. খোকন মিয়ার ছেলে। ভূক্তভোগী কিশোরী চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে সে মহিনের কাছে প্রাইভেট পড়তো। এ সুযোগে তিনি ছাত্রীর প্রেমে পড়ে যায় প্রেমের প্রস্তাবও দেন। কিন্তু ছাত্রী রাজী না হয়ে বাবা-মায়ের কাছে নালিশ করে। এতে অভিভাবকরা মহিনের কাছে প্রাইভেট বন্ধ করে দেয়।

গত ১২ সেপ্টেম্বর বাবা-মায়ের অনুপস্থিতে ছাত্রী ঘরে একা ছিল। এ সুযোগে মহিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘর থেকে ভেসে আসা চিৎকার চেচামেচির শব্দে প্রতিবেশিরা এসে দরজা খুলতে বলে। এতে তাৎক্ষণিক দরজা খুলে মহিন দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতাব্বরা ভুক্তভোগী পরিবারকে প্রভাবিত করে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মহিনের বাবা খোকন ঘটনাটি নিয়ে মামলা করতে দেয়নি। 

মামলার বাদী বলেন, ঘটনার পর থেকে লোকলজ্জায় ঘর থেকে বের হতে পারছি না। আমার মেয়ে যেন একঘরে হয়ে পড়েছে। প্রথমে বিয়ের আশ্বাস দিলেও এখন তারা স্থানীয় মাতাব্বর দিয়ে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে পড়েছে। আমি মহিনের কাছে মেয়ে বিয়ে দেবো না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

এ ব্যাপারে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা মহিন উদ্দিনের বাড়িতে গেলে সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner