1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ৬ দিন ধরে নিখোঁজ ৩২ জেলে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ১০:৫৪ এএম বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ৬ দিন ধরে নিখোঁজ ৩২ জেলে
প্রতীকী ছবি (সংগৃহীত)

বরগুনাঃ জেলার পাথরঘাটা উপজেলা থেকে দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৬ দিন ধরে দুটি মাছ ধরার ট্রলারসহ ৩২ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ট্রলার দুটির নাম এফবি মায়ের দোয়া এবং এফবি আবদুল্লাহ। এর মধ্যে এফবি মায়ের দোয়া ট্রলারে ১২ জন জেলে এবং এফবি আবদুল্লাহ ট্রলারে ২০ জন জেলে ছিলেন।

আব্দুল্লাহ নামের মাছ ধরার দুইটি ট্রলার সাগরে যাবার পর থেকে ৬দিনেও কোন সন্ধান পাওয়া যায়নি। ট্রলার দুটির মালিক পাথঘাটার আব্দুর রহমান এবং মো. লিটন।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এফবি মায়ের দোয়া ও এফবি আব্দুল্লাহ ট্রলার গত ৭দিন ধরে নিখোঁজের খবর ট্রলার মালিকদের মাধ্যমে পেয়েছি। খবর জানার সাথে সাথেই উদ্ধারের জন্য জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ৩টি ট্রলার উদ্ধার অভিযানে সাগরে পাঠানো হয়েছে।দুইদিন বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চালিয়েও তাদের খোঁজ না পেয়ে ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানে যাওয়া ট্রলার ফিরে এসেছে। শুক্রবার রাতেই এ ব্যাপারে পাথরঘাটা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। ঝড়ের কবলে পথ হারিয়ে অনেক ট্রলার ভারতের সীমানায় চলে যায়। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হলেও দুটি ট্রলারের এখনো সন্ধান মেলেনি।  

নিখোঁজ জেলেরা হলেন- এফবি মায়ের দোয়া ট্রলারের পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হোসেন, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির, তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছত্তার, আব্দুল লতিফেত ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম, বড় টেংরা এলাকার আবুল হাসেমের ছেলে ফুল মিয়া এবং এফবি আব্দুল্লাহ ট্রলারের খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। এফবি আব্দুল্লাহ ট্রালারের অন্য জেলেদের নাম জানা যায়নি, তাদের সকলের বাড়ি নোয়াখালী জেলার আলেকজান্ডার উপজেলার বিভিন্ন এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, লিটন মাহমুদের এফবি আব্দুল্লাহ ট্রালারটি গত ২৫ সেপ্টেম্বর সন্ধার দিকে এবং গত ২৪ সেপ্টেম্বর আব্দুর রহমানের এফবি মায়ের দোয়া ট্রলারটি দেশের বৃহত্তম মৎস্য কেন্দ্র থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে ছেড়ে যায়। এরপরে এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি শাহজাহানের সাথে গত ২৮ সেপ্টেম্বর সাক্ষাত হলেও এরপর থেকে আর কোন যোগাযোগ করতে পারেননি ট্রলার মালিক। 

এদিকে, আব্দুল্লাহ ট্রলারের মালিক লিটন মাহমুদ তার মাঝির সাথে সাগরে যাওয়ার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন খবর পাননি।  

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার সাংবাদিকদের জানান, কোস্টগার্ডের দক্ষিণ জোন ও পশ্চিম জোনসহ সবাইকে জানানো হয়েছে। নিখোঁজ ট্রলার ও জেলেদোর উদ্ধারের জন্য অভিযান চলছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner