1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কম্পিউটার ল্যাবে চুরি শেষে দরজায় নতুন তালা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:০৯ পিএম কম্পিউটার ল্যাবে চুরি শেষে দরজায় নতুন তালা
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহঃ জেলার পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর চক্র সরকারি মালামাল চুরি শেষে ল্যাবের দরজায় নতুন তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়।

ঘটনাটি মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে প্রতিষ্ঠানটির মুল ভবনের ২য় ও ৩য় তলায় ঘটেছে। এসময় চোরচক্র প্রায় ৫৬ টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার রাত পৌনে ৩ টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিত ৩ জন ব্যক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। তারা ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। এমনকি তারা যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, রাত ১০ টার দিকে আমি ডিউটিতে যোগদান করি।রাতে কখন চুরি হয়েছে আমি কিছুই জানি না।

এ ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: সোহেল রানা বলেন, পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ল্যাবের তালা কেটে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযোগের পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আগামী নিউজ/এমবুউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner