1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৬:৪৮ পিএম সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: কুয়াকাটায় ঝাউবাগান সৈকত এলাকায়  আবারো একটি ৭ ফুট দৈর্ঘ্যরে শুশুক জাতীয় মৃত ডলফিন ভেসে আসছে।

বুধবার দুপুরের দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে কুয়াকাটা সৈকতের ফরেস্ট অফিস ঢালা সংলগ্ন এলাকায়  ডলফিন রক্ষা কমিটি'র সদস্য কে এম বাচ্চু মৃত ডলফিনটি দেখতে পায়। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু এ প্রতিনিধিকে জানায়, বুধবার সমুদ্র সৈকতের বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় ঝাউ বাগানে সৈকত এলাকায় মৃত ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে শুশুক জাতীয় ডলফিনটি ভেসে আসছে। মাছটির মাথায় ও ঘায়ে আঘাতের চিহ্ন রয়েছে দেখে মনে হয়  ৮/১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার গনমাধ্যমকে বলেন, বুধবার একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম ওখানে সার্বক্ষনিক পর্যবেক্ষনে রয়েছে। এর আগেও গত ২৩ তারিখ একটি ৫ফুট লম্বা মৃত ডলফিন ভেসে আসছিল। এই নিয়ে চলতি ২০২১ সালে প্রায় ২২টি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner