1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অবৈধভাবে ডাক্তার লিখে প্রেসক্রিপশন করার অপরাধে দণ্ড 

নাটোর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:০৯ পিএম অবৈধভাবে ডাক্তার লিখে প্রেসক্রিপশন করার অপরাধে দণ্ড 
ছবি : আগামীনিউজ

নাটোরঃ ডাক্তারি ডিগ্রী অর্জন না করে প্রেসক্রিপশন করা আইনে নিষিদ্ধ। তবুও তিনি প্যাডে লিখতেন ডাক্তার। রোগী দেখে লিখতেন প্রেসক্রিপশন। যা রীতিমত রোগীদের সাথে প্রতারণা করার শামিল। অবশেষে র‌্যাবের অভিযানে আটক হয়ে তাকে গুনতে হলো জরিমানা। তাকে পাঠানো হয়েছে  কারাগারে।

মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন গুরুদাসপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আবু রাসেল।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর র‌্যাব অফিসের কোম্পানী কমান্ডার সানরিয়া চৌধুরী।

উদ্ধারকৃত প্যাড

দন্ডপ্রাপ্ত এ এস আজাদ (৬২) গুরুদাসপুর উপজেলার পারগুরুদাসপুর এলাকার হাসেন আলী মুন্সির ছেলে।
 
কোম্পানী কমান্ডার সানরিয়া চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় বাজারে অভিযান চালায় নাটোর র‌্যাব সদস্যরা। এসময় ডিগ্রি না থাকলেও ডাঃ লেখা এবং অবৈধভাবে প্রেসক্রিপশন করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক আজাদকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner