গাজীপুরঃ শ্রীপুরে পৃথক ঘটনায় এক নারী ও এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
সেমাবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড ও মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার দুদু মিয়ার স্ত্রী শাহিনা আক্তার (৪২) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত খুশিদ মিয়ার ছেলে দিনমজুর শাহজাহান মিয়া (৫০)।
ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শাহিনা আক্তারের স্বজনেরা ঘরের আড়ার সাথে (স্থানীয় ভাষায় ধর্না) গলায় উড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেখতে পায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই রাতেই নিহতের লাশ উদ্ধার করে।
অপরদিকে, আবদার গ্রামে নিহত শাহজাহানের স্ত্রী ফরদৌসী আক্তার জানান, তার স্বামী প্রায় পাঁচ বছর যাবত আবদার গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর থেকে তিনি তার স্বামীকে হঠাৎ দেখতে পান না। সকালে স্থানীয়দের ডাক চিৎকার শুনে বাড়ির পাশে গিয়ে তিনি কাঁঠাল গাছে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। তবে কি কারণে তার স্বামী আত্মহত্যা করেছে তা তিনি জানেন না। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, পৃথক ঘটনায় এক নারী ও এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনা দুটি হত্যা না আত্মহত্যা তার প্রকৃত কারণ ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।