1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শার্শায় মুক্তিযোদ্ধা রুহুল আমীন অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে  

মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১২:৪২ পিএম শার্শায় মুক্তিযোদ্ধা রুহুল আমীন অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে  
ছবি : আগামী নিউজ

যশোরঃ জেলার শার্শা উপজেলার পল্লীতে রুহুল আমীন নামে এক মুক্তিযোদ্ধা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক  ল্যান্স নায়েক ছিলেন। 

মুখ দিয়ে কোন ভাষা বের হচ্ছে না মুক্তিযোদ্ধা রুহুল আমীনের। এমনকি কথাও বলতে পারেন না। বাকশক্তি শ্রবণশক্তি হারিয়ে বিছানায় পড়ে আছেন। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন অন্যের দিকে।

একসময় কাঁধে রাইফেল তুলে নিয়েছিলেন, আর এখন অন্যের কাঁধে ভর করে চলতে হয়। আর্থিক অনটনে সঠিক চিকিৎসা করাতে পারছেন না এই বীর উপজেলার বেলতা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন। মুক্তিযোদ্ধা ভাতার অর্থ কোন রকমে ওষুধের কিছুটা যোগান দিলেও চিকিৎসা ও সংসার খরচ যোগাতে পারছে না পরিবারটি।

সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায় বিছানায় পড়ে আছে সে। তার পাশে বসে চোখের পানি ফেলছে তার স্ত্রী। হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার চিকিৎসার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এতে চিকিৎসার ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা। নুন আনতে যাদের পান্তা ফুরায়। অসহায় পরিবার কিভাবে এত টাকা যোগাড় করবে। অবশেষে চিকিৎসা ব্যয়বহুল  এ টাকা যোগাড় না করতে পেরে বাড়িতে নিয়ে আসেন। বিনা চিকিৎসায় ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। এক কথায় ভালো নেই তিনি।

সাবেক এই বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স নায়েক এবং বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীনের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাহায্যে পাঠানোর ঠিকানা মুক্তিযোদ্ধা রুহুল আমীনের পরিবারের মোবাইল ও বিকাশ নাম্বার ০১৭৩৪-৯৮৮১৫০।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner