কিশোরগঞ্জঃ নিকলী উপজেলায় হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আলমগীর মিয়া (২০) পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় হাওরে ভাসমান অবস্থায় পর্যটক আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে একইদিন বেলা পৌনে ১২টার দিকে গোড়াদিঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদী থেকে নিখোঁজ থাকা রনি মিয়া (২২) নামের আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই পর্যটক।
রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ানবাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে। নিখোঁজ আলমগীর গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তারা দুজনই রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করতেন এবং পিকআপভ্যান চালাতেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই দুই পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ সকাল ৮টায় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা পৌনে ১১টায় নিখোঁজ রনির মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর দুইটার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় হাওরে ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা আরেক পর্যটক আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।